২৫ মার্চ গণহত্যা দিবসে কালকিনিতে শহীদের স্বরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠিত

সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে শহীদদের স্বরনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ৭ টা ১ মিনিটে কালকিনি ভূরঘাটা সড়কের লাল পোল নামক ব্রিজে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুরুতে এক মিনিট নিরবতা পালনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ শে মার্চ দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গনহত্যা চালিয়েছিলো এদেশের মানুষের উপর। সেই দিন যারা শহীদ হয়েছিল তাদের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা।
শহীদের স্বরনে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, বিএনপি নেতা মোশাররফ হোসেনসহ সাংবাদিক বৃন্দ।