কালকিনিতে সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ সংবর্ধনা

কালকিনি প্রতিনিধিঃ
ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বাংলাদেশ সোনালী ব্যাংক কালকিনি শাখার ব্যবস্থাপক মোঃ কাইয়ুম আলীর বিদায়ী ও নতুন ব্যবস্থাপক আসাদুজ্জামান শেখের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ সোমবার সন্ধ্যায় ব্যাংক ভবন হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মাদারীপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন লিন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস, কালকিনি উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, মাদারীপুর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নবাগত প্রিন্সিপাল অফিসার বিশ্বজিৎ বাড়ৈ, বিদায়ী সিনিয়র অফিসার শিমসন হালদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।