মৌলভীবাজারে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে হুমকি

 প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকাম বাজার এলাকায় এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, মারধর এবং টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটে স্থানীয় ছাবু মিয়ার ওয়ার্কশপের সামনে ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির তার দোকানে যাওয়ার সময় অতর্কিতে সন্ত্রাসী হামলার শিকার হন। অভিযুক্তরা হলেন একই এলাকার কয়েছ মিয়া, মঈন মিয়া, নাজমিন বেগমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

ভুক্তভোগীর ভাই মোঃ মামুন মিয়া জানান, তার ভাই একটি মামলার বাদী, যা বর্তমানে আদালতে বিচারাধীন। সেই মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা সংঘবদ্ধভাবে তার ভাইয়ের পথরোধ করে মামলা তুলে নিতে চাপ দেয়। একপর্যায়ে কয়েছ মিয়া কাঠের বর্গা দিয়ে হুমায়ুনের মাথায় আঘাত করে ও মঈন মিয়া জিআই পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় তারা তার পকেটে থাকা ব্যবসার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

চিৎকারে আশপাশের লোকজন এসে হুমায়ুন কবিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চলে যাওয়ার সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই মোঃ মামুন মিয়া মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দীন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ ও আইন এর আরও খবর: