পূবাইলে মেয়ে শিশুকে যৌন পিড়নের অভিযোগে গ্রেফতার ১

রাজু হোসেন (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইলে ৮ বছর বয়সী এক মেয়ে শিশুকে যৌন পিড়নের অভিযোগে মোঃ হাবিবুর রহমান( ৪৮) নামের ১ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গত সোমবার (২১ এপ্রিল) দুপুর অনুমান ৩ টার দিকে মাজুখান মুজারটেক এলাকায় এঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামী হাবিবুর হলো- মহানগরীর পূবাইল থানার মাজুখান (মুজারটেক) এলাকার মৃত জইনুদ্দিন খলিফার ছেলে। অপরদিকে যৌন পীড়নের শিকার শিশুটি ২য় শ্রেণির ছাত্রী। তার বাবা রাজমিস্ত্রির কাজ করে।
জানা যায়, গ্রেফতারকৃত আসামীর স্ত্রী গার্মেন্টসে চাকুরী করার সুবাদে তাদের ৪ বছর বয়সী মেয়েকে প্রতিদিন সকাল ০৮টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত ভুক্তভোগী শিশুটির মায়ের কাছে প্রতি মাসে ২ হাজার টাকার বিনিময়ে রাখেন। মাঝে মধ্যে ভুক্তভোগী শিশু ও তার মা সকালে আসামীর বাসায় গিয়ে তার মেয়েকে নিয়ে আসে এবং বিকালে দিয়ে আসে। ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি তাদের বাসার বাইরে খেলাধুলা করার একপর্যায়ে আসামী নগদ ১০ টাকার একটি নোট এবং একটি কাঁচা আম হাতে দিয়ে আসামীর বাসার ভিতরে ডেকে নিয়ে গিয়ে তার রুমের ভিতরে ভুক্তভোগী নাবালিকা মেয়েটির হাত ধরে টানাটানি করে জাপটিয়ে ধরে এবং স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে আসামী মেয়েটিকে ছেড়ে দেয়। এসময় আসামীর বাসা থেকে মেয়েটি বের হয়ে তার নিজ বাসায় এসে কান্নাকাটি করে এঘটনার বিষয়ে তার মা বাবাকে খুলে বলে। উক্ত ঘটনায় শিশুটির বাবার এজাহারের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারার বিধাত মোতাবেক পূবাইল থানায় মামলা রুজু হয়। উক্ত মামলার দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা চৌকস এসআই(নিঃ) নাসির উদ্দিনের নিরলস প্রচেষ্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় পলাতক আসামী হিসেবে হাবিবুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।