কালকিনিতে আসামি গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন   |   অপরাধ ও আইন


কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনিতে হত্যা চেষ্টার এজাহারভূক্ত আসমীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে পৌর এলাকার চরঠেঙ্গামরা গ্রামের আহত ওই যুবকের বাড়ির সামনের সড়কে স্থানীয় এলাকাবাসী ও আহতের পরিবারের উদ্যোগে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণের ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে মামলার বাদী মইফুল বিবিসহ বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, ১৭ ডিসেম্বর বিকেলে পালরদী নদীর বড় ব্রিজের ওপরে বসে মামুন বেপারীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্য উপর্যুপরি কুপিয়ে মারাত্মক মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। আহত মামুন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কালকিনি থানার এজাহারভুক্ত আসামি রনি বেপারী, রাহাত, হালানকে গ্রেফতার ও বিচারের দাবী করা হয়।

এসময় বক্তব্য রাখেন আশ্রয়ন প্রকল্পের সভাপতি সাজাহান বেপারী, ভূক্তভোগী আবুল হোসেন, মুক্তা, আসমা, লাকি ও  কহিনুর প্রমুখ। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল ইসলাম জানান, মামলার আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। 


অপরাধ ও আইন এর আরও খবর: