কালকিনির লক্ষ্মীপুরে ত্রাসের রাজত্ব কায়েম করছে ফজলুল হক বেপারী।

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০২:৫২ পূর্বাহ্ন   |   অপরাধ



নিজস্ব প্রতিবেদক। 

মাদারীপুরের কালকিনিতে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বসতবাড়িতে দফায়-দফায় হামলা ভাংচুর ও লটতারাজ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে ফজলুল হক বেপারী। 

শুক্রবার রাত ৯টার দিকে পরাজিত সমর্বথকের সতবাড়িতে দফায়-দফায় হামলা ভাংচুর ও লটপাটের ঘটনা ঘটে। এতে  ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালের ভর্তি হয়েছে। 

সরোজমিনে গিয়ে জানাযায়, দ্বিতীয় ধাপের সদ্য অনুষ্ঠিত্বব্য ইউপি নির্বাচনে উপজেলার লক্ষ্মীপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন সাবেক চেয়ারম্যান ফজলুল হকের স্ত্রী মৌসুমি হক সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী। এ নির্বাচনে বিজয়ী হন মোঃ ফজলুল হকের স্ত্রী মৌসুমী হক সুলতানা। 

এর জের ধরে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মৌসুমি সুলতানার লোকজন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে পরাজিত প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর সমর্থক খোকন মেম্বার, সাজাহান মেম্বার ও  মুক্তিযোদ্ধা  আবদুল কাদের মাস্টারের বাড়িরসহ অনেক বাড়ি ভাংচুর চালায়। এসময় তাদের বাধা দিলে প্রায় ৭-৮জন আহত হন। আহতদেরকে শরীয়তপুর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, আমার কর্মী ও সমর্থকদের বাড়ি ঘরে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটতারাজ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে ফজলুল হক বেপারী। 

এব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, লক্ষ্মীপুরের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

অপরাধ এর আরও খবর: