নারী নির্যাতন নির্মূলে প্রচারাভিযান উপলক্ষে রাজশাহী ব্র্যাক’র মতবিনিময় সভা

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:২৯ পূর্বাহ্ন   |   অপরাধ





রাজশাহী ব্যুরোঃ নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবং ‘আর নয় সহিংসতা, দূর হোক নীরবতা’ এই স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন নির্মূলে ১৬দিন ব্যাপি প্রচারাভিযান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টার হল রুমে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

প্রধান অতিথি বলেন, নারী নির্যাতন সমাজে একটি মারাত্মক অভিশাপ। নারী নির্যাতন বন্ধে আইনশৃংখলা বাহিনী ও জনপ্রতিনিধিদের জোড়ালো ভূমিকা রাখতে হবে। সেইসাথে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বাল্য বিবাহ এবং যৌতুকের কারনে নারী নির্যাতন বেশী হয়। বর্তমান সরকার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন করেছেন। এর মধ্যে এই আইনের প্রয়োগও দেখা যাচ্ছে। নারী নির্যাতনকারী অনেক আসামীর কঠোর শাস্তি হচ্ছে।

তিনি আারো বলেন, বাংলাদেশের সব থেকে সফল বর্তমান সরকারের তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে একটি গোষ্ঠিকে বাদ দিয়ে সম্ভব নয়। নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ দিতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। সেইসাথে তাদের ক্ষমতায়িত করতে হলে নারী উদ্যোক্তা তৈরী করতে হবে।

 তিনি বলেন, সরকার নারী উন্নয়নে গঠনমূলক ও কার্যকরী বাজেট রেখেছেন। এই বাজেট কাজে লাগাতে হবে। সেইসাথে নারীদের নিরাপদ কর্মক্ষেত্র তৈরী এবং সরকারী সুযোগ সুবিধা যথাযথভাবে প্রদান করার আহবান জানান তিনি। এছাড়াও তাদের কাজের মূল্যায়ন করাসহ পরিবারের নারীদের মর্যাদা এবং মতামত প্রদানে সুযোগ সৃষ্টি এবং সম্পদের ন্যায্যতা প্রদান করতে হবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।

ব্র্যাক জেলা প্রতিনিধি মহসিন আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী ও পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিজিওনাল কো-অর্ডিনেটর ফারজানা পারভীন, ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মেহেদী হাসান। সভায় সহযোগি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থেকে তাদের মতামত পেশ করেন।

অপরাধ এর আরও খবর: