শার্শায় ৮২ লাখ টাকার ১০টি সোনার বারসহ আটক ১
মনা,বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ
ভারতে পাচারকালে যশোরের শার্শায় ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ মো. ইসমাইল হোসেন (৩৮) নামে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) সীমান্তবর্তী শার্শার শ্যামলাগাছী নামক স্থান থেকে একটি মোটরসাইকেল আরোহীর প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক ইসমাইল বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রাম পশ্চিমপাড়ার মৃত আঃ জব্বার মিয়ার ছেলে। উদ্ধার সোনার সিজার মুল্য বিরাশি লক্ষ পাঁচ হাজার টাকা।
এবিষয়ে বেনাপোল কোম্পানী সদরে কর্মরত সুবেদার মো. আকবর আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শ্যামলাগাছী এলাকায় এক মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশে আনিত আসামীর প্যান্টের পকেটের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১.১৬৫ কেজি ওজনের ১০ টি সোনার বার এবং ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটককৃত সোনার বারসহ আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।