লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে,গুরুতর আহত ১
সাইফুল ইসলাম , লোহাগাড়া-সাতকানিয়া প্রতিনিধিঃদক্ষিণ চট্রগ্রামের লোহাগাড়া উপজেলায় ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ এ-র ৪নং ওর্য়াড ঘোনা পাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের হাতে মারধরে ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঘোনা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দীন (৪০) লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যেতে বলেন।পরে বেসরকারি একটি হাসপাতালে উন্নত চিকিৎসা শেষ করে সেখান থেকে শনিবারে বাড়িতে আসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলেছিল জসিম উদ্দীন ও তাঁর বড় ভাই আব্দুল কুদ্দুস(৬০) এর মধ্যে।জসিম উদ্দীনের পাওনা জমি আব্দুল কুদ্দুস(৬০) ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়।চার মাস আগে স্থানীয় ২নং ইউ.পি চেয়ারম্যান জনাব "এস.এম ইউনুস "শালিস করে জসিম উদ্দীনের জায়গা বুঝিয়ে দেওয়া হয় ও খুঁটি গেঁড়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার জসিম উদ্দীনে সেখানে বাড়ি নির্মাণ করতে গেলে বড় ভাই আব্দুল কুদ্দুস,ও তার তিন ছেলে সহ মুমিন(২২),তারেক(২০) ও ইরফান(১৮) মিলে জসিম উদ্দীনকে প্রচন্ড মারধর করেন এবং খুঁটি তুলে ফেলেন।
ভুক্তভোগী জসিম উদ্দীন বলেন,এর আগেও আমার বড় ভাই ও তার ছেলেরা মিলে আমাকে মারধর করে মাথায় প্রচন্ড আঘাত করেন ,এবারো আমাকে মেরে আমার ঠোঁটে ফেটে দিয়েছে,প্রায় ছয়টা সেলাই করতে হয়েছে ঠোঁটে।কি আমার অপরাধ? আমি কি আমার পৈতৃক সম্পত্তির অংশ পাইনা? আমার যা প্রাপ্য আমি তা চাই এর বেশি না।আমার ছোট দুই সন্তান( পরিবার) নিয়ে নিজ জায়গাতে বাড়ি করে থাকতে চাই।এ বিষয়ে আমি প্রশাসেনের কাছে সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে আব্দুল কুদ্দুস এর সাথে মোঠেফোনে যোগাযোগ করার একাধিক বার চেষ্টা করার পরে শেষে তিনি কল রিছিব করলে সাংবাদিক পরিচয় দেয়ার পরেই অকথায় কল কেটে দেয়।