জীপ বহনে ইয়াবা পাচারকালে লোহাগাড়ায় সাংবাদিকসহ আটক ৩!

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১১:৫৫ অপরাহ্ন   |   অপরাধ




সাইফুল ইসলাম,লোহাগাড়া প্রতিনিধিঃলোহাগাড়ায় সাড়ে ৮হাজার ইয়াবাসহ এক সাংবাদকিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি জীপও জব্দ করা হয়েছে ইয়াবা বিরোধী এ অভিযানে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্লা এলাকায় ইয়াবাসহ পাচারকারীদের আটক করা হয়েছে। 

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টায় চট্টগ্রাম শহরমুখী একটি বাসে তল্লাশী চালিয়ে সিরাজগঞ্জের বাঘবাড়ি এলাকার হায়দার আলীর পুত্র শাহাদাত হোসেন সাগরকে (২৫) আড়াই হাজার এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুমখালীর মৃত আবদুল গণির পুত্র তারেক মনোয়ারকে (৩০) এক হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে, অপর একটি জীপ গাড়ি থামিয়ে তল্লাশী চালানো হয়। ওইসময় ৫হাজার ইয়াবাসহ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ধনিয়া পাড়ার মৃত মো. আলীর পুত্র মোহাম্মদ ফয়সাল (২৫) নামের একজনকে আটক করা হয়। তিনি নিজেকে সাংবাদিক ও বিবিসি বাংলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেন বলে পুলিশ জানায়। 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করেছেন এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম। ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

অপরাধ এর আরও খবর: