নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক।
মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের একটি টিম।
১৯ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৩০)কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রফিকুল পঙ্কবিলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় ওসি ডিবি জনাব শিমুল কুমার দাস এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুস সালাম,এএসআই আশিক, এএসআই নাজিম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লস্করপুর গ্রাম থেকে মাদক বেচা কেনার সময় মাদক ব্যবসায়ীকে রফিকুলকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট হতে পলিথিনের ভিতরে লাল রঙের টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃহাচিবুর রহমান,নড়াইল।
০১৭১৬৭৯৭৮৫৯
১৯/০২/২০২২