ফসলি জমিতে আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখে কৃষক।

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০১:০০ পূর্বাহ্ন   |   অপরাধ


থানা প্রতিনিধি মোঃ রিয়াজঃ 

 মাদারীপুর জেলার রাজৈর থানার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সুতার কান্দি গ্রামের কৃষকরা, হঠাৎ করে এক আগুনের ঝলকা এসে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১০ বিঘা জমির আখ, এইতো কিছুদিন আগে বন্যাকবলিত হয়ে কয়েকশো বিঘা জমির আখ নষ্ট হয়ে গেছে তারই মধ্যে আবার এক ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন সুতারকান্দি গ্রামের কয়েকজন কৃষক।


ভুক্তভোগী কৃষকরা আখ ক্ষেতে আগুন লাগানো জন্য একজনকে সনাক্ত করতে পেরেছেন।

 ওই লোকের ত্রুটির কারণে তার মাধ্যমে আখ ক্ষেতে আগুন লাগে। যে সকল কৃষকদের ক্ষতি হয়েছে তারা হলেন, কুদ্দুস ফকির, ইলিয়াস ফকির, তাজেল জমাদ্দার, মাসুদ ফকির, চুন্নু ফকির  সহ আরো অনেকের প্রায় ১০ বিঘা জমির আখ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।


 তাই ভুক্তভোগীদের দাবি তারা যেন তাদের জমির যে পরিমাণ আখ ছিল তার পর্যাপ্ত দাম পান।যে ব্যক্তির মাধ্যমে আগুন লেগেছে তার কাছ থেকে।

 আর এরকম আশ্বাস দিয়েছেন গ্রাম্য সালিশ সংস্থার ব্যক্তিবর্গরা। যদি তাদের ন্যায্য দাবি না মেনে নেওয়া হয় তাহলে তারা ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী অনেকে।

অপরাধ এর আরও খবর: