সোনাগাজীর চরমজলিশপুরে প্রভাসীর বসতভিটা জবর দখলের পায়তারা
সোনাগাজী প্রতিনিধি :-
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরলক্ষ্মীগন্জ গ্রামে এক সৌদি প্রভাসীর বসতভিটা জবরদখলের পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মন্জুরুল ইসলাম সুমন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী প্রবাসী মোশাররফ হোসেন জানান, মজলিশপুর ঈদগাঁ সংলগ্ন স্থানে কালাজী মিয়াজী বাড়ীর মৃত আবদুস সোবহানের ছেলে কথিত সমাজ সেবক প্রভাবশালী সুমনের কিছু জায়গা আছে। সুমন তার জায়গায় বাড়ী নির্মাণ করতে হলে বাড়ীতে যাতায়াতের জন্য আমাদের বসতভিটাটি তার প্রয়োজন। তাই দীর্ঘদিন পর্যন্ত সুমন আমাদের বসতভিটাটি তার কাছে বিক্রি করতে প্রস্তাব দিয়ে আসছে কিন্তু আমাদের জায়গা সীমিত হওয়ায় তার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করি।
ব্যর্থ হয়ে সুমন আমাদেরকে চ্যালেন্জ ছুড়ে দিয়ে বলেন যেকোনো মূল্যে সে আমাদের জায়গা নিয়ে ছাড়বে। প্রয়োজনে জায়গার নকশা পাল্টে পেলা হবে বলে সে আমাদের ধমক দেয়। পায়তারা করে সুমন কিছুদিন কিছুদিন পূর্বে আমাদের বাড়ীতে গিয়ে জানায় সে তার জায়গাটি স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদেকে দান করে দিয়েছে। অথচ সুমন নিজেই সমাজ উন্নয়ন পরিষদের সেক্রেটারি। কিছু দিন পূর্বে আমরা আমাদের বসতভিটায় বিল্ডিং ঘর নির্মান কাজ শুরু করি। গত ৬ মার্চ স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বাবলু ও মোঃ ইসমাইল নামের দুজন লোক স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ হোসেন ও উপজেলা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে নিয়ে আমার বাড়ীতে গিয়ে জানায়, সুমন তার জায়গাটি সমাজ উন্নয়ন পরিষদকে দান করে দিয়েছে। সেখানে হাসপাতাল নির্মাণ করা হবে তাই আমাদের বসতভিটাটি সমাজ উন্নয়ন পরিষদের কাছে বিক্রি করতে হবে। এই অজুহাতে তারা আমাদের বাড়ীর নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
প্রবাসী মোশাররফ জানায়, বাড়ীতে থাকা আমার অসহায় ভাই বেলায়ত হোসেনসহ আমার পরিবারপর সদস্যরা সর্বদা ভয়ভীতির মধ্যে আছে।
একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমি আমার অসহায় পরিবারের প্রতি সদয় আচরণ করে পূনরায় তাদের ঘরের কাজ শুরু করার অনুমতি প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ হোসেনে মহোদয়ের সহযোগিতা কামনা করছি।
এ ব্যপারে মন্জুরুল ইসলাম সুমন অভিযোগ অস্বীকার করে জানান, আমি কখনো নিজের জন্য তাদের কাছে কোন জায়গা দাবী করিনি, আমি সমাজ উন্নয়ন পরিষদের সেক্রেটারি হিসেবে কিছুদিন পূর্বে আমার মালিকীয় ৫৪ শতাংশ জায়গা আমি সমাজ উন্নয়ন পরিষদ কে হাসপাতাল ও গণকবর নির্মাণ করার জন্য দান করে দিয়েছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ হোসেন জানান, সুমন তার জায়গাটি সমাজ উন্নয়ন পরিষদকে দান করে দিয়েছেন, সেখানে একটি হাসপাতাল নির্মাণ করা হবে তাই সমঝোতার ভিত্তিতে তাদের কাছে চলাচলের জন্য কিছু জায়গা চাওয়া হয়েছে,
ঘরের কাজ বন্ধ করার বিষয়ে চেয়ারম্যান বলেন কাজ বন্ধ করা হয়নি, সমঝোতার জন্য উপজেলা নির্বাহীকর্মকর্তা সহ আমি গিয়ে তাদের কাছ থেকে দুইদিন কাজ বন্ধ রাখতে বলছি।
সোনাগাজী উপজেলার সহকারীকমিশনার (ভূমি) জাকের হোসেন জানান,আমি শুনছি সেখানে কমিউনিটি ক্লিনিক নির্মান করা হবে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে আসছি।