করোনায় সমশপুরে ভিন্ন ধরনের ত্রাণ বিতরণ

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৫:১১ অপরাহ্ন   |   ঢাকা


মোঃ আলমগীর হোসেন 

ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ

করোনায় সারাদেশে কর্মহীন মানুষের মাঝে সরকারি বেসরকারি সংস্থা গুলো ত্রাণ বিতরণ করে যাচ্ছে। কিন্তু এই ত্রাণ বিতরণে যখন কিছু  মানুষ ত্রাণ সহায়তার পাশাপাশি ফটোসেশান এ ব্যাস্ত সেই সময়ে ফরিদপুর জেলার সদর থানার সমশপুর গ্রামে ভিন্নভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে। যেখানে ছিলো না কোন ফটোসেশান, ছিলোনা কোন লাইনের ভীড়। সমশপুর গ্রামের কিছু বিত্তবান লোকজন নিজেরা অর্থ সংগ্রহ করে গ্রামের প্রায় সকল কর্মহীন মানুষের বাড়ি বাড়ি সন্ধায় লোকচক্ষুর আড়ালে গিয়ে আটা,তেল,ডাল সহ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়।বর্তমান ত্রাণ বিতরণ এর সময় ছবি তোলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সমালোচনা দেখা যাচ্ছে যেখানে ছবি তোলা নিয়ে ত্রাণ পাওয়া অনেকেই কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। 

সমশপুর এ এই ভিন্ন উদ্দোক্তাদের সাথে কথা বলে জানা যায় যে আমরা সবাই একসাথে একটি পরিবারের মতো বাস করি আজ হয়তো কারো কারো কাজ না থাকায় সমস্যার সম্মুখীন হয়েছে তাই আমরা একত্রিত হয়ে ঐ সব প্রতিবেশির পাশে দাড়িয়েছি।ত্রাণ পাওয়া অনেকেই জানান যে তারা বেশির ভাগ লোকই জানতেন না যে তারা সহায়তা পাবে কিন্তু সন্ধায় লোকচক্ষুর আড়ালে বাড়িতে ত্রাণ সহায়তা পেয়ে খুবই আনন্দিত এবং এই প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট একই সাথে এই প্রক্রিয়ায় সমাজে করোনা ছড়িয়ে পরার ঝুঁকি ও খুব কম হয়েছে।

ঢাকা এর আরও খবর: