জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে-এসিল্যান্ড তারিন মসরুর।

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সারা পৃথিবী জুড়েই মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে মানুষ আতঙ্কিত, “মানুষ মানুষের জন্য” এরই মধ্যেই কর্ম দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিন মসরুর।
মানব সেবাই পরম ধর্ম, পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। চাইলে অনেক ভাবেই মানুষের সেবা করা যায়। করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন নাগরপুর উপজেলার সুযোগ্য, কর্মঠ সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
তার কাছে আইন, শৃঙ্খলা মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন। মহামারী করোনা ভাইরাস আতংকে যখন সবাই আতংকগ্রস্থ, ঠিক এই
দুঃসময়ে নাগরপুরের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষদের কাছে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন এসিল্যান্ড তারিন মসরুর।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন ইউনিয়নের অসহায় ও কর্মহীন কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, খুব অল্প সময়ের মধ্যেই এসিল্যান্ড মানুষের মন জয় করেছেন। করোনায় জনসচেতনতা সৃষ্টিতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।
এসিল্যান্ড তারিন বলেন, আমরা এখন একটা কঠিন সময় পাড় করছি। এ সময় তিনি করোনা মোকাবেলায় নাগরপুর বাসীকে ঘরে থাকার আহবান জানান।তিনি আরও বলেন, মানবসেবাই পরম ধর্ম। সরকারের পাশাপাশি আমাদেরও অসহায় মানুষের পাশে দাড়ানো কর্তব্য বলেই আমি মনে করি। এ সময় তিনি অসহায়দের সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।