ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন- এমপি টিটু।

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। করোনা মোকাবেলায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীনদের তালিকা প্রনয়ণ ও সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনের জন্য নাগরপুরে প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ডে ত্রান কমিটি গঠন করার লক্ষে নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।
১৮ এপ্রিল ২০২০, এমপি টিটুর নিজ বাসভবন নাগরপুরের গয়হাটায় এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
এ সময় এমপি টিটু করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, গনজমায়েত না করা, সাবান দিয়ে হাত ধোঁয়া, মাস্ক ব্যবহার করা ও অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করা সহ নানাবিধ বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য সচেতনতা মূলক দিকনির্দেশনা দেন। এসময় তিনি কর্মহীন ও অসহায়দের তালিকা তৈরী ও ওয়ার্ডে ওয়ার্ডে ত্রান কমিটি গঠনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ মতবিনিময় সভায় নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়নের আ'লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।