ভূঞাপুরে আরও এক জন করোনায় আক্রান্ত,এ নিয়ে আক্রান্ত ৫,

মুহাইমিনুল(হৃদয়)
টাঙ্গাইলে ভূঞাপুরে নতুন করে আরও এক জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। আক্রান্ত হওয়া ওই ব্যাক্তি নারায়নগঞ্জ ঔষধ কোম্পানি চাকরি করেন।
উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহি উদ্দিন এতথ্যটি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্ত ব্যাক্তি উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ডা. মহি উদ্দিন বলেন, শনিবার ভূঞাপুর উপজেলা থেকে ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়। সেখান থেকে রাতে ফোনে একজনের নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।
তিনি আরো বলেন, উপজেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ জনের। যার মধ্যে ৫ জনের করোনা পজেটিভ হয়েছে। যারমধ্যে জিগাতলা গ্রামের ৩ জন, সাফলকুড়া ১ জন ও বাগবাড়ি ১ জন।
উল্লেখ্য, এর আগে ভূঞাপুর উপজেলায় জিগাতলা গ্রামে ৩ জন ও সাফলকুড়া গ্রামে ১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় দুই গ্রাম লকডাউন হয়ে আছে।ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।