গাজীপুর টঙ্গী সরকারি কলেজ মাঠে অস্থায়ী নতুন বাজার,

মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় ও সার্বিক তদারকিতে টঙ্গী এলাকা নাগরিকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করার সময় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য টঙ্গী সরকারি কলেজ মাঠে অস্থায়ী বাজার চালু করা হয়েছে। মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আজকে সকাল ০৭:৩০ ঘটিকায় উক্ত অস্থায়ী বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্রেতা ও বিক্রেতা উভয়কে সামাজিক দূরত্ব মেনে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি সংগ্রহ করার জন্য উপস্থিত সকলকে বিশেষভাবে অনুরোধ করেন