গোপালপুরে উদ্দীপ্ত তরুন সংঘের ত্রাণসামগ্রী বিতরণ,

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়নের বালোবাড়ি গ্রামের উদ্দীপ্ত তরুন সংঘের একদল উদ্দ্যোমী যুবক করোনা মহামারিতে হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
দেশের এই ক্রান্তিলগ্নে গ্রামের খেটে খাওয়া মানুষের বিপদ চোখের সামনে দেখে ওদের কপালে চিন্তার ভাজ পরে বলে জানান সংঘের সদস্য ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র মাহবুব হাসান।
তিনি অারো বলেন, "কিভাবে শুরু করবে, কার কাছে যাবে ভেবে পাচ্ছিলাম না, ঠিক সে সময়ে একাধীক নিউজ পোর্টালর গনেশ মোড় অনলাইন গ্রুপ এর ব্যাতিক্রমী ত্রাণ বিতরণ " সংবাদটি অামাদের দৃষ্টিতে পরে, এর পরেই অামরা যোগাযোগ করে গনেশ মোড় গ্রুপ এর ক্রিয়েটর ও এডমিন রাশেদুল আমীন লোটাস এর সাথে। তাঁর উপদেশ, অনুপ্রেরণা পেয়ে অামাদের মনোবল ও সাহস বেড়ে যায়, পথ খুঁজে পাই গ্রামের মানুষদের পাশে দাঁড়াবার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে" এ শ্লোগান কে বুকে ধারণ করে শুরু করি ত্রাত তহবিল সংগ্রহ ও খাদ্য সামগ্রী বিতরণ এর কার্যক্রম।
এ মহৎ কাজে এগিয়ে আসে হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল খান সহ গ্রামের অনেকেই। গ্রামের বিপদগ্রস্ত ১০০ পরিবারের পাশে খাদ্য সহায়তা করছে উদ্দীপ্ত তরুন সংঘের তরুণেরা।
মানুষের পাশে দাঁড়িয়ে গ্রামের দৃষ্টান্ত স্হাপন করলো একদল তরুণ যুবক।
এভাবেই এগিয়ে যাক বাংলার যুবারা। মানুষ বাঁচুক মানুষের ভালোবাসায়।