ঘরবন্দী ও দুস্ত পরিবারের পাশে দাড়ালো এসএসসি ব্যাচ-২০১৪,

হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ)
করোনা ভাইরাস (কোভিড১৯) বর্তমানে ২১০ টি দেশে ছড়িয়ে পড়ছে, ঘরবন্দী আছে সারাবিশ্ব অসহায় হয়ে পড়ে দিনমজুর ও দুস্ত পরিবার। এসময় কর্মহীন ও দুস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৪ শিক্ষার্থীরা।
গতকাল রবিবার (১৯এপ্রিল) এসএসসি ব্যাচ -২০১৪ এর শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজশ্ব অর্থায়নে কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মহীন, অসহায়,দীনমজুর, এবং দুস্তদের ৫ কেজি চাল,১কেজি আলু,১ কেজি পিয়াজ,আধা কেজি ডাল,আধা লিটার সয়াবিন তেল, ও ১টি হাত ধোঁয়ার সাবান বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেয় তাদের মাঝে সচেতনমুলক কথা বলে সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করে এবং সকলকে সরকারি নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করে।