যতোক্ষন প্রাণ আছে ততোক্ষন মানুষের সেবায় কাজ করে যাবো - টাংগাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন

স্টাফ রিপোর্টার (সাগর প্রামানিক)
টাংগাইল পৌরসভার চার- চার বারের নির্বাচিত জনপ্রিয় ও জনবান্ধন পৌরপিতা আলহাজ্ব জামিলুর রহমান মিরন ও তাঁর পৌরসভায় ১৮ জন কাউন্সিল ও মহিলা কাউন্সিলদের সঙ্গে নিয়ে টাংগাইল পৌরবাসীকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য দিন রাত অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জনসাধারণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সচেতন করার জন্য মতবিনিময় সভা, পথসভা করে যাচ্ছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেমন পুরাতন বাস স্টেশন, নিরালা মোড়,শান্তিগজ্ঞের মোড়,বটতলা, বেবী স্ট্যান্ড,নতুন বাসস্ট্যান্ড,আমিন বাজারসহ প্রায় ৩০ টি স্পষ্টে বেসিন বসিয়ে হাত ধুঁয়ার ব্যবস্থা করেছেন। তাঁর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিয়তই জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিদের্শ কেউ যেন অনাহারে মারা না যায়, সেই লক্ষ্যে তিনি নিরলসভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়া সকল গরীব দুঃখী মানুষের মাঝে তিনি বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।ইতিমধ্যেই তিনি সরকারিভাবে ৬ হাজার পরিবার এবং তাঁর নিজস্ব তহবিল থেকে ৪ হাজার হত দরিদ্র খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তাঁর পৌরসভায় কেউ যেন অনাহারে মারা না যায়, সেই জন্য পৌরসভার পক্ষ থেকে তিনটি হট নাম্বার চালু করা হয়েছে এবং কেউ ফোন দিলে সাথে সাথে বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে কিছু অসাধু রাজনৈতিক নেতা কোথাও কোথাও এান নিয়ে দুনীতি করছে, বিষয়টি খুবই বেদনাদায়ক। তিনি তাদের উদ্দেশ্য বলেন এ অনিয়ম ও দুনীতির পথ পরিহার করে মানুষের সেবায় কাজ করার জন্য উদ্বাস্তু আহবান জানান। জেলা প্রশাসক,পুলিশ সুপার ও নির্বাচিত জনপ্রতিনিধি সহায়তায় করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিরোধে বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব বজায় রাখতে হ্যান্ড মাইকিং মাধ্যমে প্রতিদিন জনগণকে সচেতন করছেন। তিনি দুই পথবিশিষ্ট বাজার ব্যবস্থা চালু ও জনগণকে জীবাণু নাশক স্প্রে ছিটিয়ে দিচ্ছেন। টাংগাইল জেলার কৃতি সন্তান কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি আহবানে সাড়া দিয়ে প্রনোদোনা প্যাকেজের আওতায় ৫০ জন কৃষকের মধ্যে জনপ্রতি২০ কেজি ডিএপি সার, ১০ কেজি পটাস,ও ৫ কেজি করে বীজ প্রদান করেন।তাঁর এ সকল কর্মকান্ড ইতিমধ্যেই টাংগাইল জেলাব্যাপী ব্যাপক আলোড়ন ও প্রশংসিত হয়েছে। পরিশেষে তিনি বলেন টাংগাইল পৌরসভায় ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধ করাই তাঁর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এ দুর্যোগকালীন সময়ে পৌরসভার ১৮ টি ওর্য়াডে কাউন্সিলদের সঙ্গে নিয়ে অসহায়, গরিব- দুঃখী, হত -দরিদ্র, খেটে খাওয়া মানুষের সেবায় আমি সবর্দা প্রস্তুত আছি। তিনি দৃঢ়ভাবে বলেন যে পৌরবাসীর সেবার জন্য আমি আমার নিজের জীবন উৎর্সগ করতে যেকোনো সময় প্রস্তুত আছি। "সবাই ঘরে থাকুন, সুস্থ নিরাপদ থাকুন "অন্যকে সুস্থ নিরাপদ থাকতে, সহায়তায় করুন।
স্টাফ রিপোর্টার ( সাগর প্রামানি )