সামাজিক দূরত্ব বজায় রাখতে ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগ।

ফরিদপুরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন বেইলি ব্রিজে বাশ ব্যবহার করে নিরাপদ দুরত্ব বজায় রাখতে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।
সম্পূর্ণ ব্রিজটা কে বাঁশ দিয়ে ছোট ছোট কক্ষের মত করে রাখা হয়েছে এবং নিয়ম করে দেয়া হয়েছে এক কক্ষে একজনের বেশি প্রবেশ করতে পারবে না।
আজ সকালে বেইলি ব্রিজ থেকে দেখা যায় লোকজন বাজার করে ওই বাশের কক্ষ ব্যবহার করেই হাজী শরীয়তুল্লাহ বাজার হতে তিতুমীর বাজারে যাচ্ছেন।
বলা বাহুল্য, ফরিদপুর শহরের মধ্য দিয়ে ফরিদপুর কে দুই ভাগে ভাগ করে চলে গেছেন প্রবাহমান কুমার নদ।
পায়ে হেঁটে ফরিদপুরের এপার হতে ওপার যাওয়া একমাত্র মাধ্যম এই বেইলি ব্রিজ।
হরহামেশাই এই ব্রিজের প্রচুর জনসমাগম দেখা যেত।
যে কারণে এ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছে।
তবে বাঁশ দিয়ে উঁচু করে কক্ষের মত করার কারণে অনেক লোকই দারুণ বিপাকে পড়েছেন, বিশেষ করে নারী গন।
কেননা বোরকা পড়ে বাজার করে ,বাজারের ব্যাগ নিয়ে ওই উঁচু বাঁধ ডিঙিয়ে যাওয়া তাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।