গাজীপুরের কালিয়াকৈরে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইজুদ্দিনের নিজস্ব অর্থায়নে ও কালিয়াকৈর পৌর ছাত্রদলের তত্ত্বাবধানে গরিব অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২০এপ্রিল) সকালে কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় অসহায় দরিদ্র ১৫ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ
করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশের এই ক্রান্তিকালে দরিদ্র, অসহায়
মানুষের পাশে দাঁড়ায় নিজ উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া করোনা ভাইরাসের প্রভাবে দেশে যতদিন সংকটময় পরিস্থিতি বিদ্যমান থাকবে ততদিন দরিদ্র, অসহায় শ্রেনীর মধ্যে এই ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানায় আয়োজকরা। এছাড়া সমাজের বিত্তবানদেরও দরিদ্র, অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানিয়েছেন।