নাগরপুর সদর বাজার মনিটরিং করলেন - ইউএনও ফয়েজুল ইসলাম।

মোঃ আমজাদ হোসেন রতন, নগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আসন্ন রমজান ও করোনায় টাঙ্গাইলের নাগরপুরে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০, সকালে নাগরপুর সদর বাজারে ইউএনও এর নেতৃত্বে এ বাজার মনিটরিং পরিচালিত হয়।
এ সময় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা ও আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীরা যাতে কোন কারসাজি করে জিনিস পত্রের দাম না বাড়াতে পারে এজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এসময় তিনি প্রতিটি দোকানে পন্যের মূল্য তালিকা টাঙ্গানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী দেন।
এর আগে তিনি উপজেলার ৩০০ সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কাজের উদ্বোধন করেন। ইতিপূর্বে কর্মহীন হয়ে পরা ১০০ শ্রমিককে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছিলেন। এ নিয়ে মোট ৪০০ শ্রমিককে খাদ্য সামগ্রী দেয়া হলো।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সিএনজি শ্রমিক নেতা, গনমাধ্যমকর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।