ফরিদপুরে বজ্রপাতে নিহত ২জন।

মোঃ আলমগীর হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
আজ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় দুপুর দেড়টার দিকে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পার্শ্ববর্তী সদরপুর উপজেলার রেহাই রাম নগরের মৃত খালেক মোল্যার ছেলে জয়নাল মেল্যা (৪৫) এবং অন্যজন হলো নয়া ডাঙ্গী গ্রামের টেনু মেল্যার ছেলে হাসেম মোল্যা (৫৮)।
খবর নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় তারা মাথাভাঙ্গা গ্রামের পদ্মার পারে উন্মুক্ত ক্ষেতে গরু চড়াতে দিয়ে আসে।দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ ডাকাডাকি করলে তারা গরু আনার জন্য যায়।কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হয়ে গেলেও তারা ফিরে না আসায় পরে বিকেল ৩ টার দিকে স্থানীয়রা তাদের লাশ উন্মুক্ত ক্ষেতের মধ্যে দেখতে পায় এবং লাশ নিয়ে আসে।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক মৃত্যুতে।