গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক উদ্যোগে কৃষকের ধান কেটে দিলেন।

মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি :
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে ধান কাটার শ্রমিক পাচ্ছেন না বিপাকে পড়েছেন কৃষক, সেই বোরো ধান কাটতে সহায়তার জন্য সারাদেশের ছাত্র যুবলীগ নেতা কৃষক লীগ নেতা এবং যুব সমাজকে কৃষকের পাশে দাঁড়ানো প্রয়োজন।
দেশজুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্ত স্তব্ধ হয়নি প্রকৃতির রূপ, রীতি, নীতি। সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে আসলো সোনালী ফসল। সেই ফসল ঘরে তুলতে শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা।
গাজীপুর ২ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ নেতাকর্মীরা।
এমন পরিস্থিতিতে নগরীর ২৪ নং ওয়ার্ডের ভেনুয়া গ্রামে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কৃষকের পাশে দাঁড়িয়েছেন ,গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার (রাসেল) এবং তার নেতৃত্বে যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে হাজির হন মাঠে।
গত(২৪ এপ্রিল) শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত, মহানগরীর ভেনুয়া গ্রামে কৃষকের ক্ষেতের পাকা ধান কাটার কাজে উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ডের যুবলীগ নেতা, সম্রাট, লুইন, খোরশেদ,শফিকুল, ২৩ নং ওয়ার্ডের যুবলীগের আহবায়ক, মোঃ সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা টুটুল,ও যুবলীগের নেতাকর্মীরা।
কৃষক বলেন, ক্ষেতের ধান পেকে গেছে আরও কয়েকদিন আগে। করোনা ভাইরাসের কারণে শ্রমিক না পেয়ে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। মাঠের ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় গত কয়েকদিন ধরে কোনো উপায় খুঁজে পাইনি। তখন হঠাৎ গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার(রাসেল) তার যুবলীগ নেতাকর্মীদের নিয়ে হাজির হন মাঠে। বিনা পারিশ্রমিকে ক্ষেতের পাকা ধান কেটে বাড়ি তুলে দেওয়ার তিনি খুব আনন্দিত।
কামরুল আহসান সরকার (রাসেল) বলেন যুবলীগ একটি মানবিক সংগঠন। কোন কৃষকের সহযোগিতার প্রয়োজন হলে আমরা অবশ্যই সহযোগিতা করব। করোনার কারনে কোন কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য
কৃষকের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী কর্মহীন গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে আগেও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, এখনো গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে দাঁড়াবো, সব সময় ভালো কাজের সাথে থাকতে চাই।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সকল কৃষকের পাশে থাকবে বলে জানিয়েছেন।