কৃষকের ধান কাটতে মাঠে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

নাগরপুর(টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে কৃষকদের ধান কেটে দিলেন, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
২৬ এপ্রিল ২০২০, উপজেলার মামুদনগর ইউনিয়নের এক কৃষকের বোরো ধান কাটতে মাঠে নেমে পড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন বলেন, করোনায় ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এজন্য আমরা সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশে কৃষকদের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।আমরা কৃষকদের পাশে আছি। প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন। নাগরপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোরহাব হাসান, সাধারণ সম্পাদক আঃ আলিম, মামুদনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী।