ভিডিও কনফারেন্সে ইমামদের সাথে মতবিনিময় করলেন-এমপি টিটু।

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১০:৫৪ অপরাহ্ন   |   ঢাকা


নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে ভিডিও  কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মসজিদের ঈমামদের সাথে মতবিনিময় ও রমজান উপলক্ষে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। 


রবিবার ২৬ এপ্রিল ২০২০, সকালে উপজেলা মিলনায়তনে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।


নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন মসজিদের ইমামগণ ও ইসলামিক ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।


এ সময় মোট ৯২০ জন ইমাম ও মুসুল্লিদের মাঝে চাল, আলু, ডাল, খেজুর, চিনি, সাবান বিতরণ করা হয়।


 ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনাব আহসানুল ইসলাম টিটু নাগরপুর উপজেলার করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ত্রাণ কার্যক্রমের সুষ্ঠু বন্টন বিষয়ে দিক নির্দেশনা দেন। অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করেন। এ সময় তিনি করোনা প্রতিরোধে মসজিদের ইমামদের সচেতনতানামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য আহবান করেন।

ঢাকা এর আরও খবর: