নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ '২০২০ পালিত।

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৭:২১ অপরাহ্ন   |   ঢাকা


মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০, পালিত হয়েছে। 


২৩ এপ্রিল ২০২০ থেকে এ পুষ্টি সপ্তাহ শুরু হয়।

এ উপলক্ষে ২৮ এপ্রিল ২০২০,

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ৫০ জন গরীব ও হতদরিদ্রের মাঝে পুষ্টি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান প্রদান করা হয়।


বাংলাদেশ  স্বাস্থ্য ও পুষ্টিখাতের উন্নয়নে সারা পৃথিবীতে রোল মডেল। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জনগণের পর্যাপ্ত পুষ্টির জোগান নিশ্চিত করা অপরিহার্য। কারণ বেঁচে থাকার জন্য শারীরিক মানসিক ও কর্মদক্ষতা উন্নয়নে পুষ্টির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তুলতে নারী-পুরুষ ও শিশুদের জন্য মান সম্পন্ন পুষ্টি নিশ্চত করা জরুরি। এজন্য খাদ্যের সঙ্গে পুষ্টির কথা ভাবতে হবে। এলক্ষেই সারা দেশব্যাপী পুষ্টি সপ্তাহ পালনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।


এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান খান, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, গনমাধ্যম কর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ঢাকা এর আরও খবর: