জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় জামায়াতের বর্ণাঢ্য মিছিল

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন   |   ঢাকা


আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় এক বর্ণাঢ্য রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে ১৪ জুলাই (সোমবার) এ বর্ণাঢ্য মিছিল  ও পথসভার আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক রিকশা শ্রমিক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে উত্তরা এলাকার প্রধান প্রধান সড়ক মুখর হয়ে ওঠে গণদাবির স্লোগানে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি মাওলানা মো. মহিবুল্লাহ বলেন, “আমাদের ৭ দফা শুধু শ্রমিকের স্বার্থ নয়, এটি পুরো জাতির মুক্তির দিকনির্দেশনা। জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। ১৯ জুলাইয়ের সমাবেশ সেই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে।”

আরও বক্তব্য রাখেন ৫২ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “সরকারি নিপীড়ন ও ষড়যন্ত্র উপেক্ষা করে শ্রমিক-কর্মজীবী মানুষের পক্ষ থেকে আমাদের এই পদক্ষেপ চলমান থাকবে। এ লড়াই একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন।”

মিছিলটি উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে ১২ নম্বর খালপাড়, হাউজ বিল্ডিং, জসিমউদ্দীন সড়ক প্রদক্ষিণ করে রাজলক্ষ্মী মোড়ে এসে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পথজুড়ে রঙিন রিকশা, প্ল্যাকার্ড ও ব্যানারে সজ্জিত শ্রমিকদের দৃপ্ত পদচারণা এলাকাবাসীর দৃষ্টি কাড়ে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর ওয়ার্ড পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও বিশিষ্ট নাগরিকরা। কর্মসূচির মাধ্যমে ৭ দফা দাবি ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে শ্রমিকদের দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরা হয়।

ঢাকা এর আরও খবর: