দক্ষিণখানে গরীর, অসহায় ও দুঃস্হদের মাঝে ঈদ উপহার বিতরণ।

শামীম চৌধুরী,
রাজধানীর দক্ষিণখান থানাধীন ৪৯ নং ওয়ার্ড, প্রেমবাগান সংলগ্ন তারেক মেডিকেল এন্ড ডায়গনস্টিক সেন্টার (ফাতেমা নজির ফাউন্ডেশন) প্রাঙ্গনে আজ সকাল সাড়ে ১০ টায় গরীর অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন,এ্যাড. আবু হানিফ(সভাপতি,দক্ষিণ খান থানা আওয়ামীলীগ, ঢাকা মহানগর উত্তর), একেএম মাসুদুর জামান মিঠু (সাধারন সম্পাদক, দক্ষিণখান থানা আওয়ামীলীগ), আলহাজ্ব গিয়াস উদ্দিনসহ আরো অনেকে। উক্ত ঈদ উপহার সামগ্রী (চাল, আলু, সেমাই, মুশুর ডাল) কার্যক্রমে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মোহন (বীর মুক্তিযুদ্ধার সন্তান,তরুন সমাজ সেবজ ও আওয়ামীলীগ নেতা)। ঈদ উপহার কার্যক্রমে প্রধান অতিথি,বিশেষ অতিথিরা করোনা সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন এবং ১১ বেলা টায় গরীর দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী (চাল, সেমাই, আলু,মুশু ডাল, আলু) বিতরণ শুরু করে বেলা ১২ টায় সমাপ্ত হয়।