শামীম চৌধুরী,
রাজধানীর দক্ষিণখান থানাধীন ৪৮ নং ওয়ার্ডে দক্ষিণখান কর্মজীবি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২২মে ২৮ রমজান দক্ষিণখান শফিউদ্দিন রোডে সংগঠনের প্রধান কার্যালয়ে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী চিনি,সেমাই, পোলাও চাল বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয় । উপহার সামগ্রী বিতরণের পূর্ব সংগঠনের প্রতিষ্ঠিতা সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু প্রতিষ্ঠাতা সভাপতি, কর্মজীবি কল্যাণ ফাউন্ডেশন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বল্পপরিসরে আপনাদের মাঝে সহযোগিতা করা চেষ্ঠা করতে পেরে আল্লাহর কাছে ধন্য,তিনি আরো বলেন,আমাদের এই সংগঠন যাতে সব সময় অসহায়দের পাশে থেকে সহযোগিতা করতে পারি সে জন্য আল্লাহর কাছে আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,সাইদুর রহমান রিপন সিনিয়ার সহ-সভাপতি,দক্ষিণখান কর্মজীবি কল্যাণ ফাউন্ডেশন পরিষদ,আবুল বাশার সহ সভাপতি,রাসেল দ্বীপ সহ-সভাপতি, বাবুল খান সাধারন সম্পাদক,সাইদুল করিম সোহেল যুগ্ন-সাধারন সম্পাদক, হক মোল্লা সাংগঠনিক সম্পাদক, ,মিলন হোসেন তালুকদার অর্থ সম্পাদক,মিজান রাজ দপ্তর সম্পাদক, ফারুক লিটন সমাজকল্যাণ বিষয়ক, ওমর ফারুক দোলন শিক্ষা বিষয়ক সম্পাদক, আতিকুর রহমান প্রচার সম্পাদক ,মীর রহিম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ লিটন যগ্ন সাধারন সম্পাদক,মাসুদ আহম্মেদ,মিলন হোসেন তালুকদার,নজরুল ইসলাম,মোশারফ হোসেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক,হাফিজুর রহমান তানবীন,আবুবকর সিদ্দিক নাঈম ক্রীড়া বিষয়ক সম্পাদক ,রবিউল আওয়াল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আবুল কালাম প্রধান উপদেষ্টা, মাসুদুর রহমান উপদেষ্টা ,মীর রহিম উপদেষ্টা প্রমুখ। ১০০ দুঃস্থ ও অসহায়দের মধ্যে সিলিপের মাধ্যমে ৩ ফিট সামাজি দূরত্ব বজায় রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । ইতোপূর্বেও এই ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান বিতরন করা হয়েছে। এদিকে সিলিপের যারা আসতে পারবে না তাদের বাসায় বাসায় এই ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়া হবে, অন্যান্য উপস্থিত বৃন্দরা বলেন, "আপনারা ঘরে থাকুন,নিজে সুস্থ থাকুন অন্যকেউ ঘরে থেকে সুস্থ থাকার জন্য পরামর্শ দেন" । এ কর্যক্রম চলবে যত দিন করোনা পরিস্থিতি সাভাবিক না হবে এবং আমাদের এই সংগঠনের সাধ্যের মধ্যে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্ঠা করবো । উপস্থিত বৃন্দরা আরো বলেন, আজ আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি আমারা কোন লোক লজ্জাবোধ করবোনা, আমাদের বাঁচতে হবে তাই এই উপহার সামগ্রী । আজ শুধু আমরা নয় সারা বিশ্বের মানব জাতি আজ এই করোনা সংক্রমণেের পরিস্থিতির শিকার। এদিকে এই করোনা পরিস্থিতে আমাদের পুলিশ সদস্যরাও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। ইতোমধ্যে দেশ সেবা করতে যেয়ে পুলিশ সদস্যের করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় দাঁড়িয়েছে প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ এবং ৫ পুলিশ সদস্যর করোনায় মৃত্যুও হয়েছে। উপস্থিত বৃন্দরারা বলেন, এই ত্রান বিতরণ কার্যক্রম চলিয়ে যাওয়া চেষ্ঠা করবো যত দিন না করোনা সংক্রামন মুক্ত দেশ হবে এবং সেই সাথে মানবতার দিক থেকে এই সংগঠনের মত অন্যান্য সংগঠনরাও অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।উপস্থিত বৃন্দদের একজন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তথা ইতালি,স্পেন,ভারত,যুক্তরাষ্ট্র,আরব-আমিরাত,যুক্তরাজ্য, সৌদি আরব,জাপান,জার্মান,বাংলাদেশসহ প্রায় ১৯৪ টি দেশে এই করোনা সংক্রামন ছড়িয়ে পড়েছে, ইতোমধ্যে সারা বিশ্বে ১ লাখেরও মানুষ মারাও গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে। যারা এখনো আক্রান্ত অবস্থাশ আছে তাদের আইসোলেশনে রাখা হয়েছে তাদের চিকিৎসা চলছে এবং অনেকে ইতোমধ্যে সুস্থও হয়েছে, তাই ভয় না পেয়ে সচেতনতার মাধ্যমে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমরা করোনা সংক্রামন প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমাদের বর্তমান সরকারও এই করোনা প্রতিরোধে অনেক সচেতন। এই করোনা(COVID-19) নামক এই ভয়াবহ সংক্রামণের সঙ্গে আমরা সবাই যুদ্ধ করছি। সংগঠনের সদস্যরা জানান,ইতোমধ্যে আমাদের দেশে প্রায় ১৪০০০ হাজারে জনের বেশি এই করোনা সংক্রামণ ভাইরাসের আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০৮ জনের। তাই সবার উদ্দেশ্যে বলছি আপনারা সচেতন হন- মুখে মাস্ক ব্যবহার করেন,হ্যান্ডগ্লোপ ব্যাবহার করে এবং সামাজিক দুরত্ব বজায় রাখে,নিজে আক্রান্ত হয়েন না ও অন্যদের মাঝেও এই ভাইরাস ছড়িয়েন না। উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণী কার্যক্রম সাড়ে ১১ টায় শুরু হয়ে দুপুর ১২টায় সমাপ্ত হয় ।