নাগরপুরে পুলিশ সদস্য সহ মোট করোনা আক্রান্ত ১৭ সুস্থ ৫,

 প্রকাশ: ২৬ মে ২০২০, ০৭:৫৫ অপরাহ্ন   |   ঢাকা


মোঃ আমজাদ হোসেন রতন,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে একদিনেই ১ পুলিশ সদস্য সহ ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে নাগরপুরে মোট আক্রান্তের সংখ্যা  ১৭ জন সুস্থ ৫ জন।


ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে ২৫ মে নাগরপুরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।


আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান। তিনি বলেন, মামুদনগর ইউনিয়নের বাঘের বাড়ি গ্রামের একই পরিবারের ১ জন পুরুষ (২৬), তার মা (৫০) এবং তার স্ত্রী (২০)। অপর আক্রান্ত পুরুষ ব্যক্তি বাংলাদেশ পুলিশের সদস্য, নাগরপুর থানায় কর্মরত কনষ্টেবল (ড্রাইভার) (৩০)। বাঘের বাড়ি গ্রামের হারুন অর রশিদ ঢাকায় তার আত্মীয়র সংস্পর্শে আক্রান্ত হয়। পরে তার মাধ্যমে স্ত্রী সহ পরিবারের বাকী সদস্য আক্রান্ত হয়। সুদামপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত যুবক (২৫) ঈদে ঢাকা থেকে বাড়িতে এসেছেন।

 এ সময় প.প কর্মকর্তা  করোনা  ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত সাবান দিয়ে ধোয়া, মুখে মাস্ক ব্যবহার করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, দিন দিন করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এবার ঈদে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে লোকজন নাগরপুরে প্রবেশ করায় করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দুরত্ব বজায় রেখে চলার আহবান জানান।


এছাড়া নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলম চাঁদ জানান, করোনায় আক্রান্ত পুলিশ কনস্টেবল কামরুল হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ঢাকা এর আরও খবর: