শামীম চৌধুরী, সাংবাদিক নির্যাতনের ঘটনায় গ্রেফতার হলো গানের শিক্ষক। ঘটনাটি ঘটেছে টংগী পূর্ব থানার মধুমিতা এলাকায়। ভূক্তভোগী সূত্রে জানা যায়, গীত তরঙ্গ মাল্টিমিডিয়ার মালিক সঙ্গীত শিক্ষক মোরশেদ আলম দীর্ঘদিন যাবৎ বার্তা প্রবাহ পত্রিকার মফস্বল সম্পাদক সৈয়দাঃ রোকসানা পারভীন (রুবি) কে নানাভাবে হয়রানী করে আসছিলো। উল্লেখ্য, রুবি সাংবাদিকতার পাশাপাশি শখের বসে গান করেন এবং সে সূত্রে গান শেখার জন্য সে ঐ একাডেমিতে যেত। কিন্তু লম্পট মোরশেদ আলম তাকে নানা প্রলোভন ও অসৌজন্য আলাপচারিতার ফলে রুবি তাহার একাডেমিতে গান শিখতে যাওয়া বন্ধ করে দেয়। এর পর থেকে বিভিন্নভাবে মোবাইলে ও লোক মারফত তাকে হুমকি ধমকি দিতে থাকে ঐ শিক্ষক।
গত ২৮ মে রুবি গ্রামের বাড়ি থেকে টঙ্গীতে এসে তাহার বাসায় যওয়ার পথে ঐ শিক্ষক তাহার পথরোধ করে টেনে হিচরে তাহার একাডেমিতে নিয়ে শারিরিকভাবে নির্যাতন করে যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থা বেগতিক দেখে মোরশেদ রুবির মোবাইল ফোনটিও নিয়ে কেটে পরে। এক পর্যায়ে ছাত্রীর জ্ঞান ফিরলে তাহার অপর দুই সাংবাদিক সহকর্মী তাসলিমা বেগম ও মুজাহিদ‘র সহযোগীতায় হাসপাতালে চিকিৎসার জন্য আসতে পারে। ঘটনাটি প্রশাসনের নজরে আসলে গাজীপুর মেট্রো পুলিশ কমিশনারের নির্দেশে টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম শিক্ষক মোরশেদ আলমকে শনিবার সকালে গ্রেফতার করে। সে বর্তমানে থানা হেফাজতে আছে। এ বিষয়ে তদন্তপূর্বক দোষী শিক্ষকের উপযুক্ত বিচার প্রত্যাশা করছে ভূতভোগীর পরিবার। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। তিনি প্রশাসনের কাছে কৃতকর্ম অনুযায়ী দোষীব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি করেন।