গাজীপুর সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন।

গাজীপুর থেকে মোঃ শফিকুল ইসলামঃ
গাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা সহ সারাদেশে বাংলাদেশ সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব।
আজ সকাল ১০.ঘটিকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ গ্রহণকারী সাংবাদিকরা সম্প্রতিকালে, গাজীপুরের টঙ্গীতে এক নারী সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে, জনগণের মাঝে সংবাদ পরিবেশন করে যাচ্ছে, তারপরেও প্রতিনিয়ত'ই সাংবাদিকদরা সন্ত্রাসী হামলা ও ডিজিটাল আইনে মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে। এসময়, এসব হয়রানিমূলক ও মিথ্যা মামলার জোড়ালো প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিক