মাদারীপুর র্যাব-৮,সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক অতিরিক্তপুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন জুরগাঁও গ্রাম এলাকায় অভিযানপরিচালনা করে মোঃ সোহেল হাওলাদার(৩২) গতকাল ০৪জুন ২০২০ইং তারিখ রাত ৮টার সময়,মাদক কারবারী মোঃ সোহেল হাওলাদার কে অটক করের্যাব-৮ মাদক কারবারী সোহেলের পিতা সাইদুল হাওলাদার, সোহেলের বাড়ি মাদারীপুরজেলার উত্তর চরআইরকান্দি, কালকিনি থানায়। র্যার-৮ মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন সোহেল কে। এসময় আটককৃতআসামীর নিকট হতে ১০১পিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনেরনিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎমাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয়কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায়হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়েরকরা হয়েছে।