ফরিদপুর জেলার রেডজোন এলায় সাধারণ ছুটি ঘোষণা।

মোঃ আলমগীর হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
আজ ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার সকল ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই এলাকার কার্যক্রম বন্ধের জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩৭ নং ক্ষমতাবলে আগামীকাল ২৩ জুন থেকে আগামী ০৭ জুলাই ২০২০ পর্যন্ত শর্তসাপেক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
২২ জুন রোজ সোমবার ফরিদপুর জেলায় নতুন ৮৪ জন আর পুরাতন ৫ জন সনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসl৷ তার মধ্যে ২২ জুনে সদরে৪১,বোয়ালমারী১৫, সদরপুর৯,ভাঙ্গা ও মধুখালি ৫ জন,আলফাডাঙ্গা ৪,নগরকান্দা ও চরভদ্রসন ২ জন করে এবং সালথা ১ মোট ৮৪ জন সনাক্ত।
এর আগেই ফরিদপুরে করোনা ভাইরাসের আক্রান্ত এরই মধ্যে ১২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া প্রতিদিনই নতুন করে যোগ হচ্ছে করোনা রোগীর সংখ্যা।প্রতিনিয়ত নতুন করে জেলা পুলিশ লাইনের সদস্যসহ বিভিন্ন উপজেলায় নতুন নতুন করোনা শনাক্ত হয়েছে।দুই দিন আগে ফরিদপুর শহরের গোয়ালচামট খোদবক্স রোডে পুনরায় একজনের শনাক্ত হয়েছে। এদিন মাত্র ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে। ৩৭৫জনের নমুনায় ১০৭ জনের করোনা পজিটিভ হয়েছে এবং ২৬১টি নেগেটিভ হয়েছে ও ৭টি ইনভেলিড হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১২১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২০ জনের ও সুস্থ হয়েছে ১৪৪ জন। এদিকে জেলা সদরের অবস্থা ভয়াবহ রুপ নিয়েছে। জেলায় মোট শনাক্তের মধ্যে সদরেই ৫০০ জন এর কাছাকাছি।