রাজৈর হাসপাতালে অনিয়মের কারসাজি টাকা না দিলে মিলছে না চিকিৎসা

 প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০২:০৫ পূর্বাহ্ন   |   ঢাকা


স্টাফ রিপোর্টার আউয়াল ফকির


ঢাকা-বরিশাল মহাসড়কে মাহিন্দ্রা উল্টে আহত অন্তত সাতজন।

এর ভিতর গুরুতর আহত তিনজন ও চারজন স্বাভাবিক।

রাজৈরে মোল্লাকান্দি স্ট্যান্ডে ঘটনাটি ঘটে।

আহতদের সাথে সাথে রাজৈর হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সূত্রে জানা যায় মাহিন্দ্রা টি টেকেরহাট থেকে আমগ্রাম ব্রিজ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

সাথে সাথে এলাকাবাসী গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে গিয়ে জানা যায় তাদের ঠিকমতো চিকিৎসা দিচ্ছেন না চাচ্ছে চিকিৎসার জন্য টাকা দাবি করছে।

এখানে প্রশ্ন থেকেই যায় এটা কি সরকারি হসপিটাল নাকি কোন পার্সোনাল হসপিটাল?

এদের কি সরকার টাকা দিচ্ছে না?

এগুলি আইনের আওতায় নেওয়া উচিত বলে মনে করেন আহতের আত্মীয়-স্বজনেরা।

এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

ঢাকা এর আরও খবর: