মধুখালীতে কনস্টেবল পিআরএল, ব্যতিক্রমি দৃষ্টান্ত স্থাপন করলেন মধুখালীর ওসি।

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ন   |   ঢাকা


সুজল খাঁন ফরিদপুর মধুখালী প্রতিনিধিঃ


ফরিদপুর জেলার মধুখালী থানার অফিসার ইনচার্জ, মোঃ অামিনুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল এ যান কনস্টেবল অাওলাদ হোসেন।


এ উপলক্ষে মধুখালী থানায় ব্যতিক্রমি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানা হতে বিদায়বেলায় আনুষ্ঠানিকতার মাধ্যমে কনস্টেবল অাওলাদ হোসেনের হাতে সে সহ তার পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী তুলে দেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার অানিসুজ্জামান।


এ সময় ওসি আমিনুল ইসলাম সহ উপস্থিত ছিলেন অন্যান্য অফিসারবৃন্দ। উক্ত কনস্টেবলের বিদায়বেলা উপলক্ষে সবশেষে অফিসার-ফোর্সদের জন্য এক প্রীতিভোজের অায়োজন করা হয়।


থানার ওসির এমন ব্যতিক্রমি আয়োজনে কনস্টেবল আওলাত ও তার পরিবার সহ থানায় কর্মরত অফিসারবৃন্দ,স্টাফগণ ওসির মহানুভবতায় মুগ্ধ ও খুশি হন।





দুইটা ছবি দিয়েন

ঢাকা এর আরও খবর: