শেখ রাসেল স্মরণে ফরিদপুরে শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের খাবার বিতরণ।

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২০, ১০:১০ অপরাহ্ন   |   ঢাকা


মোঃ আলমগীর হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ 


শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র "শেখ রাসেল স্মরণে" ফরিদপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। "যতদিন বন্যা,ততদিন বানভাসিদের মাঝে আমরা" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ধারাবাহিক ভাবে আজও ফরিদপুরে ত্রান বিতরন করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মোঃ শাহেদের পরিচালনায়, "সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন " এর সহযোগীতায় কার্যক্রমটি সম্পূর্ণ হয়।


বন্যা কবলিত এলাকায় ট্রলার যোগে প্রকৃত বানভাসিদের চিহ্নিত করে তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।আয়োজনের মধ্যে ছিল খিচুড়ি,মুরগীর মাংস এবং বোতলজাত পানি। যেহেতু আয়োজনটি শেখ রাসেল স্মরণে, তাই শিশুদেরকে প্রথমে অগ্রাধিকার দেয়া হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে বাচ্চাসহ মা,এবং অন্যান্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।


বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ বলেন "এদেশের সকল শিশু কিশোরদের মধ্যে আমরা শেখ রাসেলকে খুজে পাই।বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের নির্দেশনায় বন্যার্ত শিশুদের জন্য একবেলা খাবার পৌছে দিতে পেরে আমরা তৃপ্ত। ".।


শোকাবহ আগস্ট এর গাম্ভীর্য রক্ষায় কোন আনুষ্ঠানিকতা ছিলনা বলে তিনি জানান।খাবার বিতরন সহযোগিতা করেন "সাজিদ-সোবহান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন "। এজন্য আয়োজক কমিটি ফাউন্ডেশনটির কর্ণধার জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন একই সাথে আগামীতে যেকোন সময় গরীব দুঃখীদের পাশে থাকার কথা জানান।

ঢাকা এর আরও খবর: