সঠিক সময় সঠিক সিদ্ধান্তে ঠেকানো গিয়াছে পল্টদী নদীর ভাঙ্গন

মনির হোসেন মাদারিপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার পল্টদী নদীতে বন্যার পানি বৃদ্ধির সাথে সথে বেড়েছে নদী ভাঙ্গন, পৌরসভার লক্ষিপুর পক্ষিরার নদীর পাশদিয়ে চলে যাওয়া আলীনগর ইউনিয়নের পাকা সংযোগ সরকটি বন্যার পানি বারার সাথে সাথেই সুরু হয় ভাঙ্গন, এলাকার লোকজন তাত খনিক কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক কে অবহিত করেন,তিনি কালবিলম্ব না করে মাদারীপুর ৩ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডঃ আব্দুস সোবাহান গোলাপ এম পি কে বিস্তারিত ভাবে জানান,এম পি মহাদয়ের সহায়তায় মাদারীপুর জেলা পানি উন্নায়ন বোড ৮২৪৭ টি জিও ব্যাগ বরাদ্দ্য করেন, তার পরে রাতা রাতি এম পির ১ জন প্রতিনিধি,উপজেলা নির্বাহী কর্মকর্তার ১ জন প্রতিনিধি, পানি উন্নায়ন বোডের ১ জন অফিসার উপস্থিত থেকে জিও ব্যাগ ফেলে ড্যামপিং করেন,আার তাতেই রক্ষা পায় হাজার হাজার লোকের চলাচলের একমাত্র পাকা সরকটি। তাই বলতেই পরেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে অল্পতেই বড় বড় স্থাপনা রক্ষা করা য়ায়। তার দৃষ্টান্ত উদাহরণ পাল্টদী নদী ভাঙ্গন।