রামপুরায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন : বিদ্যুৎহীন বেশ কয়েকটি এলাকা

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:৫৮ অপরাহ্ন   |   ঢাকা


রাজধানীর রামপুরার উলনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) পাওয়ার হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, আমাদের সাতটি ইউনিট বিকাল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিপিডিসি জানায়, ৩টা ৩২ মিনিটে এই আগুন লাগে। এই ঘটনায় রামপুরা, উলন, ওয়াপদা রোড, টিভি সেন্টার, বনশ্রীর একটি অংশ, মালিবাগের একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সাব স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণের পরপরই রামপুরা, মহানগর, হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমারও বিস্ফোরিত হয়েছে।

ডিপিডিসির পরিচালক (অপারেশন) এ টি এম হারুন অর রশিদ জানান, আগুন লেগে গ্রিড ফেল করেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই আমরা মেরামতের কাজ শুরু করেছি। আপাতত বিকল্প উপায়ে বিকেল ৪টা ৩২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। তবে চাহিদার পুরোটা এখন দেওয়া সম্ভব হবে না।

ঢাকা এর আরও খবর: