ভূঞাপুরে করোনা ভাইরাসে ৩ ব্যক্তি আক্রান্ত, দুই গ্রামকে লকডাউন ঘোষণা ।।

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৩:৫৪ পূর্বাহ্ন   |   ঢাকা


টাংগাইল জেলা,ভূঞাপুর উপজেলা প্রতিনিধি ( সাগর প্রামানিক )


আইইডিসিআরের রাতের রিপোর্টে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের ৩ ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছে। ফলে আক্রান্ত তিন ব্যক্তির বাড়ি সহ দুই গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।


রবিবার (১২ এপ্রিল) রাতেই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা করে জিগাতলা ও সাফলকুড়া গ্রামকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে তারা কিভাবে আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন নারায়ণগঞ্জ ও দুইজন ঢাকায় থাকতেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মহী উদ্দিন আহমেদ বলেন, ‘রবিবার সকালে ভূঞাপুর থেকে ৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রাতে পাওয়া করোনা পরীক্ষায় ৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে তাদের তিনজনকে সোমবার ভোরে ময়মনসিংহ এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে। আর আক্রান্ত তিন ব্যক্তির বাড়িসহ গ্রাম দুটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।’


ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিগাতলা ও সাফলকুড়া গ্রামের তিন ব্যক্তির করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ এস কে হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের দুই গ্রাম লকডাউন করা হয়েছে। দুই গ্রামের মানুষ অন্যত্র যেতে পারবে না। আর যদি কেউ আইন অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


 ( সাগর প্রামানিক )

ভূঞাপুর উপজেলা প্রতিনিধি।।

ঢাকা এর আরও খবর: