রাজশাহীর বাঘায় কাঠের গুড়ির চাপায় শিশুর মৃত্যু

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


প্রতিনিধি বাঘা উপজেলা (রাজশাহী): 

রাজশাহীর বাঘায় কাঠের গুড়ি ঘাড়ের উপর পড়ে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় আহত ইমন আহম্মেদ (১০) নামের শিশুর মৃত্যু হয়। এই ঘটনা ঘটেছে উপজেলা আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামে। 

প্রত্যাক্ষদর্শীরা জানায়, দাদা তোফাজ্জল হোসেনের সাথে নিজ বাড়ির মধ্যে কাঠের গুড়ি ভ্যানে উঠাতে গিয়ে  মঙ্গলবার (১২অক্টোবর) বেলা ৩টার দিকে দাদার অসাবধানতায় কাঠের গুড়ি নাতি ইমন আহম্মেদের ঘাড়ে পড়ে। এতে গুরুতর আহত হয় সে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তাঁর  মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাফ উদ্দিন প্রামনিক।

ইমন আহম্মেদের বাবা সাহাবুল হোসেন ও মা ছাপিয়া বেগম উভয়ে ঢাকায় একটি বেসরকারি কম্পানীতে চাকুরি করেন। ইমন দাদার বাড়িতে থেকে  স্থানীয় কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করতো।

জেলার খবর এর আরও খবর: