বৃক্ষ রোপন কর্মসূচির মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করলেন সপ্নের সবুজ বাংলাদেশ
প্রতি বছরের ন্যায় এবারও স্বপ্নের সবুজ বাংলাদেশ এর বৃক্ষরোপণ কর্মসূচি! আজ স্বপ্নের সবুজ বাংলাদেশ, নামে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সেচ্ছাসেবী সংগঠন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। ১৬ই ডিসেম্বর ২০১৯ই সালে মো: ইমরান মুন্সীর উদ্যোগে মাদারীপুরে শিক্ষিত তরুণ তরুণীদের নিয়ে যাত্রা শুরু করেন পরিবেশবাদী এই সংগঠনটি। দীর্ঘ ৪বছর যাবত বৃক্ষরোপণ কর্মসূচি সহ রক্ত দান সহ অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা ও সমাজের উন্নয়ন মূলক নানামুখী কর্মসূচি পালন করছে এই সেচ্ছাসেবী সংগঠন টি। এই ধারাবাহিকতায় আজ মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় বনজ, ফলজ, ও ওষুধী প্রায় অর্ধশতাদিক বৃক্ষরোপণ করেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইতালির প্রবাসী প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনাব মো: মামুন হাওলাদার ও তারণ্য এর পরিবারের প্রতিষ্ঠাতা মো: সোহাগ হাসান এবং স্বপ্নের সবুজ বাংলাদেশ আহবায়ক মো: মিলন মুন্সী, ও স্বপ্নের সবুজীয়ান, মো: সজিব চৌধুরী, মো: ইমন মুন্সী, নিপা আক্তার, চাদনী আক্তার, তানিশা আক্তার মধু, ফারজানা আক্তার জুই সহ আরো স্থানীয় অনেকেই। উক্ত প্রোগ্রাম সম্পর্কে মো: মামুন হাওলাদার "বলেন মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে আমাদের আমাদের একটি দেশ উপহার দিয়েছিলেন, সেই দেশ রক্ষা করার দ্বায়িত্ব আমাদের। আমরা প্রবাসীরা দেশকে আর্থিক সহযোগিতা করছি কিন্তু এইটা যথেষ্ট নয় জলবায়ু পরিবর্তন ও অধিকহারে গাছ কাটার ফলে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা দেশের জন্য হুমকি তাই দেশকে হুমকি হাত থেকে বাচাতে বৃক্ষরোপণ বিকল্প নেই। তাই আমি বলবো এরা যা করছে তা অনেক ভালো একটি কাজ আমি তাদের সফতা কামনা করি এবং যথা সম্ভব পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ"। সংগঠন আহবান জানান আমাদের এই কার্যক্রম সারা বছর চলমান থাকবে চাইলে যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা আলোর পথে ভালোর সন্ধানে থাকবো সবার পাশে ইনশাআল্লাহ।আসুন স্বপ্ন দেখি স্বপ্ন দেখায় স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ার।