লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে তিন লাখ টাকা জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে সাগর গুড় ভান্ডারের মালিক সাগর হোসেন (৩৫) নামের এক গুড় প্রস্তুত কারিকে তিন লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এ সময় প্রায় তিন হাজার কেজি ভেজাল গুড় ২৮০ কেজি চিটাগুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ২০ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা, ৫ চুন, ২ কেজি টেক্সটাইল কেমিক্যাল রং ধ্বংস করা হয়।
সোমবার (১৭ অক্টোবর) সকালে র্যাব-৫ এর সহযোগিতায় এঅভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ বিষয়ে মেহেদী হাসান তানভীর বলেন, অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্র্রব্য মিশ্রণে ভেজাল গুড় তৈরী, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে সাগর গুড় ভান্ডারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে অপদ্রব্য মিশ্রত খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয় রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।