যশোরের ঝিকরগাছায় চুরি হওয়া ২৪ লাখ টাকার মধ্যে ১৯ লাখ টাকা উদ্ধার আটক-১
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান,
যশোরের ঝিকরগাছায় রাজাপটিতে অবস্থিত ব্রিটিশ ট্যোবাকো (বেনসন এন্ড হেজেস) কোম্পানির চুরি হওয়া অনুমান ২৩ লাখ ৬৮ হাজার ৫০৫ টাকার মধ্যে ১৯ লাখ টাকা ১৬-১০-২২ ইং তারিখ রবিবার সকালে উদ্ধার করেছে, ঝিকরগাছা থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছেন বলে জানাযায়।
শনিবার রাতে ঝিকরগাছা পৌরসভার রাজাপটিতে অবস্থিত ব্রিটিশ ট্যোবাকো (বেনসন এন্ড হেজেস) কোম্পানির শাখা অফিস থেকে ২৩ লাখ ৬৮ হাজার ৫০৫ টাকা লকার থেকে চুরি হয়ে যায়। ওই অফিসে কোম্পানির কর্মচারীরা রাত যাপন করে থাকেন। সেখান থেকেই রাত অনুমান সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে কে বা কারা লকার খুলে টাকা গুলো চুরি করে নিয়ে গেছে বলে কর্মচারীরা জানতে পারেন।
কোম্পানির উপজেলার ম্যানেজার ফয়সাল হোসেন যশোরের জেনারেল ম্যানেজার আসাদুজ্জামানকে টাকা চুরির বিষয়টি জানান। এ টাকা গুলো বৃহস্পতিবার থেকে শনিবারের আদায় করা ২৩ লাখ ৬৮ হাজার ৫০৫ টাকা। খবর পেয়ে আসাদুজ্জামান ঝিকরগাছায় এসে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান তদন্তে মাঠে নামেন। কোম্পানির উপজেলা অফিসে কর্মরত সকলের জিজ্ঞাসাবাদে টাকার অবস্থান খুঁজে পান। অতঃপর কর্মচারী জোবায়ের হোসেনের স্বীকারোক্তিতে, মনিরামপুর উপজেলার স্বরণপুর গ্রামের নিজ বাড়ির পাশের স্কুল বাগান থেকে ১৯ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, শনিবার রাতেই মামলার তদন্ত কর্মকর্তা আসামী জোবায়ের হোসেনের তথ্যমতে রবিবার সকালে টাকার একটি অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তদন্তের স্বার্থে এ মুহূর্তে সব কথা বলা যাবে না, আপাতত একজনকে আটক করা হয়েছে।