যশোরের ঝিকরগাছায় ২৬ দিনের কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান,
যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর ৩নং ওয়ার্ডে ২৬ দিন বয়সী কন্যা শিশু নুসরাতের রহস্যজনক মৃত্যু হয়েছে। শিশুটি আশরাফ হোসেনের বাড়ির নীচতলার ভাড়াটিয়া রাহিদুল ইসলাম ও পারভীন বেগম দম্পতির একমাত্র সন্তান।
খোঁজ নিয়ে জানাযায়, শৈলকূপার বোয়ালিয়া গ্রামের মৃত নেয়ামত আলীর পুত্র রাহিদুলের সাথে ঝিকরগাছার নিশ্চিন্তপুর গ্রামের আঃ জলিলের মেয়ে পারভীনার সাথে গত বছরের ১৬ ডিসেম্বর পারিবারিক ভাবে বিয়ে হয়। তখন দুজনেই দুটি এনজিও সংস্থায় চাকরি করতো। বর্তমানে দুজনই বেকার। গত সেপ্টেম্বর মাসে এই দম্পতি ঝিকরগাছায় বাসা ভাড়া নেয় আবার গতকালই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল।
নুসরাতের মা পারভীন জানান, গতকাল ১৫-১০-২২ ইং তারিখ (শনিবার) সকালে বাচ্চাটিকে ঘুমন্ত অবস্থায় রেখে বাজার করতে যান। এসময় বাচ্চার কাছে তার বাবাও ঘুমিয়ে ছিল। আধা ঘণ্টা বা ৪০ মিনিট পরে তিনি বাসায় ফিরে দেখেন বাচ্চাটি তার বাবার কোলে অসাড় হয়ে পড়ে আছে।
কি হয়েছে জানতে চাইলে রাহিদুল বলেন, নুসরাত মারা গেছে। তার মা তখন বাড়ির মালিকের স্ত্রীকে সাথে নিয়ে পার্শ্ববর্তী আনিকা ক্লিনিকে নিয়ে গেলে কতৃপক্ষ জানায় বাচ্চাটি মারা গেছে। তখন তিনি চিৎকার করে কাঁদতে থাকেন এবং তার স্বামীকে উদ্দেশ্য করে বলতে থাকেন আজ তোমার জন্য আমার বাচ্চাটি মারা গেছে। একথা উপস্থিত সবাই শোনেন। প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, উক্ত ভাড়াটিয়াদের চলাফেরা স্বাভাবিক ছিলোনা। তাদের বাচ্চাটিও রাতে কান্নাকাটি করতো। তবে হঠাৎই বাচ্চাটি মারা যাওয়ার ঘটনাটি সকলে অস্বাভাবিক মনে করছেন।
এসময় অনেকে বাচ্চার গলায় দাগ দেখেছেন বলেও জানা গেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করবেন কিনা জানতে চাইলে নুসরাতের মা কোথাও অভিযোগ করবেননা বলে জানান।