কালকিনিতে অসহায় পরিবারের মাঝে অটো ভ্যান প্রদান
মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফটো ভ্যান প্রদান করে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি (KBDS)৷ গতকাল রমজানপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মোঃ সহিদুল সরদারকে ভ্যান প্রদান করা হয়৷
এর আগে মোঃ সহিদুল সরদাররে আগুন লেগে ঘরের সমস্ত মালামাল পুরে নিঃস্ব হয়ে যান তিনি৷ ক্ষতিগ্রস্ত পরিবারকে পূনরায় স্বাবলম্বী করার লক্ষে এই অনুদান প্রদান করা হয়৷
ভ্যান হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেস্টা মীর সরোয়ার আলম ফেরদৌস, আসাদুজ্জামান আজাদ, সভাপতি মোঃ রানা মৃধা, সাধারণত সম্পাদক শাহারিয়ার শামীম, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।