যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-০১

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০১:০৬ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

শনিবার (২২ অক্টোবর ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ আবু হাসান, সংগীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৯:৫০ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন নিউমার্কেট সাকিনস্থ সজল অটো নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী (১) রায়হান আহমেদ রাব্বি (২৬), পিতা- সুলতান আহম্মেদ, সাং- পিয়ারী মোহন রোড, বেজপাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে আটক করা হয়। আটককৃত কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য মতে কোতয়ালী মডেল থানাধীন পদ্মবিলা সাকিনস্থ যশোর ট্রেডিং এর অভ্যন্তরে ইলা অটো রাইচ মিলের গোডাউনের উত্তর পূর্ব কোনায় বস্তায় ভরা ধানের গুদামের উপর একটি ধানের বস্তার নিচ হতে পৃথক দুটি প্যাকেটে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। 


এ সংক্রান্তে এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

জেলার খবর এর আরও খবর: